মেয়ে জামাইয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে পাবনার সুজানগরে সড়ক দুর্ঘটনায় আব্দুস সাত্তার ফকির (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।  


শুক্রবার সকাল ১০টার দিকে চিনাখড়া-সুজানগর সড়কের যশন্তদুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


সুজানগর থানার ওসি আব্দুল হান্নান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত আব্দুস সাত্তার ফকির সুজানগর পৌরসভার চরমানিকদীর এলাকার মৃত দানেজ ফকিরের ছেলে।


পরিবার সূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরে ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গত বুধবার পত্রিকাবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে পত্রিকাবাহী মাইক্রোবাসচালক জামাই আবুল কালাম নিহত হন।


পরে শুক্রবার সকাল ৯টার জামাই আবুল কালামের নিজ গ্রাম সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর দুলাই গ্রামে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। এরপর মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চিনাখড়া-সুজানগর  সড়কের যশন্তদুলিয়া বাজার সংলগ্ন এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সাত্তার ফকির।


এ ঘটনায় একজনকে সুজানগর হাসপাতালে এবং  দুলাল মণ্ডল নামে অপর এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।