পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে ২০২১ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় নির্বাচনী সহিংসতায় নাসিম হোসেন (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়।  হত্যার সাথে জড়িত সন্ত্রাসী সোহাগ কালীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২০ মার্চ) দুপুরে দুবলিয়া হাজী জসীম উসীম ডিগ্রী (অনার্স) কলেজের সামনে এই মানববন্ধন করে নিহতের সহপাঠী ও এলাকাবাসি।


এসময় মানববন্ধনে বক্তব্যদেন নিহত নাসিমের সহপাঠী জান্নাত ফেরদাউস সেতু , তরঙ্গ খান, মনতাজ খান, বাপ্পী, জয় মাহামুদ, রহমত, নজমুল প্রমুখ।


বক্তারা নিহত নাসিম হত্যার আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করছে বলে অভিযোগ করেন। সেইসাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসামীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি করেন তারা। 


এই হত্যার সাথে জড়িত অন্যতম প্রধান আসামী সোহাগ কালী এলাকার প্রভাবশালী হওয়ায় নিহতের পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি-ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এলাকায় প্রধান আসামী ঘোরাঘুরি করছে অথচ প্রশাসন তাকে গ্রেপ্তারের কোন পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা।  


উল্লেখ্য, ২০২১ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র ও নৌকার সমর্থকদের সংঘর্ষের সময় স্বপ্রনোদিত হয়ে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারনের সময় পিছন থেকে ছুরিকাঘাতে নিহত হন এইচএসসি পরীক্ষার্থী নাসিম হোসেন।