পাবনার ঈশ্বরদীতে কাঁচাবাদাম ও ডিজে গানের তালে তালে নেচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উদযাপন করেছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষক-শিক্ষার্থীদের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।
গত ১৭ মার্চ ঈশ্বরদী উপজেলার মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নেচে-গেয়ে দিবসটি উদযাপন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের ফেসবুক আইডি থেকে বিতর্কিত এমন অনুষ্ঠানের লাইভ দেওয়া হয়। তারপরই ভিডিওটি ভাইরাল হয়।
এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন অনেকে। পরে তোপের মুখে বিদ্যালয় আইডি থেকে ভিডিওটি তাৎক্ষণিক ডিলিট করা হয়। তবে তার আগেই মিলিয়ন ভিউয়ারসের মাইলফলক ছুঁয়ে ফেলে ভিডিওটি।
ফেসবুকে ভাইরাল হওয়া কয়েক মিনিটের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, স্টেজের পেছনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসের আলোচনা সভার ব্যানার টাঙানো রয়েছে। সেখানে একক, দ্বৈত ও দলগতভাবে নাচছে ছাত্রীরা। সামনেও নাচছে ছাত্রীরা। কাঁচাবাদাম ডিজে গানের তালে তালে এ সময় স্টেজের ওপরে ও আশপাশে একাধিক শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যদের নাচতে দেখা যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান আনিসুর রহমান বলেন, আমরা অনুষ্ঠানটি দুই পর্বে ভাগ করেছিলাম। শিশু দিবস উপলক্ষে নাচ-গানের আয়োজন ছিল দ্বিতীয় পর্বে। প্রথম অংশে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা নাচ-গান করে। শিক্ষার্থীদের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি নিজেও লজ্জিত।
তবে প্রধান শিক্ষকের এই মন্তব্য গ্রহণ করেনি সচেতন মহল। শিক্ষার্থীদের ঘাড়ে দোষ চাপিয়ে তিনি ভালো থাকতে চাচ্ছেন।
এ বিষয়ে পাবনা জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দীন বলেন, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে কিছু সময়ের জন্য উপস্থিত ছিলাম। প্রধান শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে থাকতে বলেন। তবে সময় স্বল্পতার কারণে কেক কেটে চলে আসি।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে হিন্দি গানের উৎসব করেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments