পাবনায় ২৫ মার্চ ভয়াল কালোরাত্রি ও জাতীয় গণহত্যা দিবস স্মরণে মোমবাতি প্রজ্জলন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মাজহারুল ইসলাম মানিক।
শুক্রবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। শহরের আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীসহ অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে মাজহারুল ইসলাম মানিক বলেন, বাঙালি জাতিকে শেষ করে দিতে নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাক বাহিনী। একাত্তরের ২৫ মার্চ রাতে মানুষ যখন ঘুমাতে যাবে ঠিক তখন ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানের নামে চালানো হয় গণহত্যা। সেই রাতে হানাদার পাক বাহিনী যে হত্যাযজ্ঞ শুরু করেছিল সেটা ছিল পূর্বপরিকল্পিত।
আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবি জানিয়ে তিনি জানান, ঘুমন্ত-নিরস্ত্র বাঙালির ওপর দখলদার নারকীয় হত্যাযজ্ঞ আন্তর্জাতিক আইন হিসেবে একটি গণহত্যা। তাই আন্তর্জাতিক অঙ্গনে এই গণহত্যার স্বীকৃতির দাবি উঠেছে। ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে জোর তৎপরতার দাবি জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আনিসুজ্জামান দোলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ভিপি আব্দুল আজিজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সম্পাদক সাইদুজ্জামান সৌরভ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেজান রেজা কাজল, সাংগঠনিক সম্পাদক রিসান প্রমুখ।
0 Comments