মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনা জেলা পুলিশের উদ্যেগে পাবনা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘শিশুদের বন্ধু বঙ্গবন্ধু’ কর্ণার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৬ মার্চ) দুপুরে পাবনা পুলিশ লাইন’স স্কুল অ্যান্ড কলেজের প্রধান ভবনের দেয়ালে ‘শিশুদের বন্ধু বঙ্গবন্ধু’ কর্নার উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান।
ব্যতিক্রমী এই উদ্যোগের উদ্দেশ্য নিয়ে এসপি বলেন, বঙ্গবন্ধু খুবই শিশুপ্রিয় ছিলেন। তিনি কমলমতি শিশুদের অনেক ভালোবাসতেন। তিনি যেখানেই যেতেন শিশুদের আদর-স্নেহ করতেন। যার অনেকগুলো ছবি এখানে সংগ্রহ করে স্থাপন করা হয়েছে। শিশুরা যাতে বঙ্গবন্ধুকে আরও ভালোভাবে জানতে পারে ও বুঝতে পারে তার উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাসুদ আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পুলিশ লাইন’স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অখিল চন্দ্র কুণ্ডু প্রমূখ।
0 Comments