ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার কুচলিয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের ওরফে কদর (৫০) এবং তার সহযোগী ইব্রাহিম (৩০) ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (২৭ মার্চ) বিকেলে আব্দুর কাদের জাতীয় পার্টির সমাবেশের কথা বলে তার দলবল নিয়ে কুচলিয়া গ্রামের মাঠের জমি দখল করার চেষ্টা চালায়।
একই গ্রামের কোবাদ মাস্টার দীর্ঘদিন ধরে ওই জমি চাষা-আবাদ করে আসছিল। কথাকাটাকাটির একপর্যায়ে কাদের তার নিকট থাকা লাইসেন্সকৃত অস্ত্র দুনালা বন্দুক দিয়ে গুলি করে এতে কোবাদ মাষ্টার পায়ে গুলি বিদ্ধ হয়ে আহত হন।
গুলির ঘটনায় গ্রামবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করে চারদিক থেকে ঘিরে ফেলে। পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে কাদের ও তার সহযোগী পালিয়ে বাঁচার চেষ্টা করে।
স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় কোবাদ মাষ্টারকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। এস আই জামান এর নেতৃত্বে ফরিদপুর থানার পুলিশ কাদের ও তার সহযোগীকে আটক করে । আটকের সময় কাদের ও তার সহযোগীদের ফেলে যাওয়া দুনালা বন্দুক, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
সোমবার (২৮ মার্চ) কাদের ও তার সহযোগীকে অস্ত্র মামলাসহ দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে কোবাদ মাষ্টারের ছেলে নুরুজ্জামান বাদী হয়ে ফরিদপুর থানায় কাদেরকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ইতোমধ্যেই প্রধান আসামিসহ দুজনকে আটক করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments